ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘অনুপ্রবেশকারীদের আ’লীগের সদস্য পদ দেওয়া হবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
‘অনুপ্রবেশকারীদের আ’লীগের সদস্য পদ দেওয়া হবে না’ নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য নবায়নের কার্যক্রম শুরু

ময়মনসিংহ: অনুপ্রেবশকারীদের আওয়ামী লীগের সদস্য পদ দেওয়া হবে না বলে জানিয়েছেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে নান্দাইলে স্থানীয় ৯ নম্বর আঁচারগাঁও ইউনিয়নে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।  

সংসদ সদস্য বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সদস্য নবায়নের দায়িত্ব দিয়েছেন।

যারা দলের ত্যাগী-পরীক্ষিত এবং মাঠের নিবেদিত প্রাণ কর্মী তারাই আওয়ামী লীগের সদস্য হতে পারবেন। অনুপ্রেবশকারীদের কোনো ক্রমেই সদস্য বানানো যাবে না।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নান্দাইলে উন্নয়নের অভিযাত্রা অব্যাহত থাকবে। এখানকার আচারগাঁও ইউনিয়নে আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুৎ সুবিধা বাস্তবায়িত হবে।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরাফ উদ্দিনের সদস্য নবায়নের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।  

এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ