ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জিয়ার গুণগান সিইসির কৌশল হতে পারে: ওবায়দুল কাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
জিয়ার গুণগান সিইসির কৌশল  হতে পারে: ওবায়দুল কাদের বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: জিয়াউর রহমানের গুণগান সিইসির কৌশল  হতে পারে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সিইসি আসলেই এমনটা বলেছেন কি না তা নিশ্চিত না হয়ে কিছু বলাও যাচ্ছে না। এ বিষয়ে  নিশ্চিত হবো, তিনি আসলে কী বলেছেন। এ নিয়ে তার সাথে কথা বলার সুযোগ আছে।

সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন,  জিয়াকে বহুদলীয গণতন্ত্রের প্রবক্তা বলেছেন-এটা কনফার্ম নয়, তিনি এটি ভেতরে বলেছেন, কোনো প্রেস ব্রিফিং করেননি।

আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপে বিষয়টি জানার আশা করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ চায় না ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হোক।

এর আগে বিকেলে মন্ত্রী কৃষি ভবন প্রাঙ্গণে খাদ্য মেলা উদ্বোধন করে ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসএ/জেডএম

আরও পড়ুন
** সংলাপ বয়কট করে সিইসি’র পদত্যাগ দাবি কাদের সিদ্দিকী’র
** সহধর্মিণীকে নিয়ে ইসির সংলাপে কাদের সিদ্দিকী
** ‘শহীদ’ জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন: সিইসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ