ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে আ’লীগ গতিশীল হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে আ’লীগ গতিশীল হবে সদস্য সংগ্রহ অনুষ্ঠান

ময়মনসিংহ: নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে আওয়ামী লীগ আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে মন্তব্য করেছেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম।

তিনি বলেন, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়নের মাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উজ্জীবিত হবে। আগামী নির্বাচনে এর সুফল মিলবে।

বিগত দিনে নৌকা যে ভোট পেয়েছে তার চেয়ে এবার বেশি ভোট পাবে।  

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার ৬ নং ফুলবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লাল মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ