ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

বরিশালে আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
বরিশালে আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা বরিশালে আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা

বরিশাল: বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে বরিশাল সার্কিট হাউজে এ সভা আয়োজিত হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পকির্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানারা আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাড. একে এম জাহাঙ্গীর প্রমুখ।

অপরদিকে আসন্ন জাতীয় সংসদ ও বরিশাল সিটি নির্বাচনকে ঘিরে দলকে আরো গতিশীল ও উজ্জীবিত করার জন্য সকল পর্যায়ের নেতা-কর্মীদের কাজ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), মুক্তিযোদ্ধা সৈয়দ আনিছুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক অ্যাড. শেখ আ. কাদের প্রমুখ।

সভায় জেলার প্রতিটি উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও বরিশাল মহানগরের প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ