ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

জেএসসি পরীক্ষার্থীদের ছাত্রলীগের রুটিন-কলম বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জেএসসি পরীক্ষার্থীদের ছাত্রলীগের রুটিন-কলম বিতরণ জেএসসি পরীক্ষার্থীদের ছাত্রলীগের রুটিন-কলম বিতরণ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ৫ হাজার পরীক্ষার্থীকে বিনামূল্যে রুটিন ও কলম দিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিভিন্ন বিদ্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনির উদ্যোগে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

দলীয় সূত্র জানা যায়, ১ নভেম্বরের জেএসসি পরীক্ষাকে সামনে রেখে ২৬টি শিক্ষা-প্রতিষ্ঠানে রুটিন ও কলম বিতরণ করা হয়েছে।

মার্চেন্টস একাডেমি, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, চরলক্ষ্মী জনতা উচ্চ বিদ্যালয়, চরবংশী মডেল স্কুল ও শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।  

এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এর আগে বুধবার (২৫ অক্টোবর) কয়েকটি প্রতিষ্ঠিনে রুটিন ও কলম বিতরণ করা হয়েছে।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা তারেক আজিজ জনি বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রলীগ সব সময় কাজ করে। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ