ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

যশোরে জেলা ছাত্রলীগ নেতা ইমনকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
যশোরে জেলা ছাত্রলীগ নেতা ইমনকে গুলি করে হত্যা

যশোর: যশোর জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমনকে (৩২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের বেজপাড়া গুলগোল্লা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইমন স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে কেম আজমল হুদা বাংলানিউজকে বলেন, রাতে বাড়ির পাশের গুলগোল্লা মোড়ে বন্ধুদের সঙ্গে বসে লুডু খেলা দেখছিলেন ইমন। এ সময় দুই-তিনজন দুর্বৃত্তরা ইমনকে লক্ষ্য করে বুকে দুই রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

জড়িতদের আটক করতে পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, এলাকাবাসী সূত্রে জানা যায়, যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের সমর্থনে থাকলেও ইমন এলাকার মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন। এজন্য বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা,  অক্টোবর ২৯, ২০১৭
ইউজি/জিপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ