ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

জেল হত্যা দিবসে রংপুরে আলোচনা সভা 

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
জেল হত্যা দিবসে রংপুরে আলোচনা সভা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: যথাযোগ্য মর্যাদায় রংপুরে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রংপুর জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (০৩ নভেম্বর) বিকেলে নগরীর বেতপট্টিতে অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্তুজা বেগম। অনুষ্ঠানে মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিউলি জাহান, জেলা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী রহমান,পারভীন আক্তার, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লতিফা শওকত প্রমুখ বক্তব্য দেন।

 

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতির সঞ্চালনায় অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ০৩,২০১৭
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ