ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ঢাবিতে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
ঢাবিতে ছাত্রলীগের আনন্দ র‌্যালি ঢাবিতে ছাত্রলীগের আনন্দ র‌্যালি, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি র‌্যালি বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার টিএসসি ঘুরে অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

অন্যদের মধ্যে ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, মশিউর রহমান শরীফ, যুগ্ম-সাধারণ সম্পাদক নওশাদ সুজন, দিদার মুহাম্মদ নিজামুল ইসলাম, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন, পাঠাগার সম্পাদক ইলিয়াস সানি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ