ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়: তোফায়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়: তোফায়েল নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়: তোফায়েল

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধানে রয়েছে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনের কথা তাই, সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়।

শনিবার (১১ নভেম্বর) সকালে শ্রীপুর-ভোলা-গঙ্গাপুর নৌ-পথে ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, কারণ তাদের নির্বাচনে আসা ছাড়া কোনো বিকল্প কিছু নেই। যদি না আসে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে।

ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাট টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমরেড এম মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।  

এছাড়াও বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ