ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ময়মনসিংহে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ময়মনসিংহে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ময়মনসিংহে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি/ছবি: অনিক খান

ময়মনসিংহ: যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে মহানগর যুবলীগ।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়।

মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি নগরের স্টেশন রোড, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জিলা স্কুলমোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন-মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আব্দুল্লাহ, আজিজ বিন সোহাগ, শামীম আহম্মেদ, অ্যাডভোকেট সলিমুল্লাহ রসুল, সুমন হোসেন, আমিমুল এহসান বরাত, ইয়াসিন আরাফাত, হাসিব আহমেদ, একরামুল ইসলাম রুমান, শরীফ আহমেদ, খায়রুল আলম, রানা, আবুল কালাম আজাদ, মুন্না, স্বাধীন, আলামিন, জিয়া প্রমুখ।

এরআগে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এতে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান। পরে বর্ণাঢ্য র্যালী’র শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও মহানগর আ’লীগের অন্যতম নেতা ইকরামুল হক টিটু।  

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৬ টায় মহানগর যুবলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগের নেতা-কর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ