ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সাতক্ষীরাকে জামায়াত-শিবির মুক্ত করবে ছাত্রলীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
সাতক্ষীরাকে জামায়াত-শিবির মুক্ত করবে ছাত্রলীগ বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

সাতক্ষীরা: বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, সাতক্ষীরাকে জামায়াত-শিবির মুক্ত করবে ছাত্রলীগ। এজন্য ছাত্রলীগের প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।  

ছাত্রলীগ সভাপতি বলেন, আমি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের কর্মী হিসেবে গর্বিত।

ছাত্রলীগের ঐতিহ্য বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।  

পড়ালেখা বাদ দিয়ে শুধু রাজনীতি করলে হবে না। বঙ্গবন্ধু বলেছিলেন আগে পড়াশুনা তারপর রাজনীতি। ছাত্রলীগের প্রতিটি কর্মীকে সহনশীল আচরণ করতে হবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি ছাত্রলীগের কাজ না। আগামী নির্বাচনে সাতক্ষীরায় চারটি আসনে আওয়ামী লীগের জয় নিশ্চিত করেই প্রমাণ করতে হবে ছাত্রলীগ আছে, ছিল, থাকবে- যোগ করেন তিনি।  

সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এমপি।  

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এমপি, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ