ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

গৌরীপুরে যুবলীগের সম্মেলনস্থলে উত্তেজনা, ১৪৪ জারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
গৌরীপুরে যুবলীগের সম্মেলনস্থলে উত্তেজনা, ১৪৪ জারি সম্মেলনস্থল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুবলীগের কাউন্সিলকে ঘিরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। সম্মেলনস্থল ও এর আশপাশে বেশ কয়েকটি পেট্রোল বোমা বিস্ফোরণেও ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সম্মেলনস্থলের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পরবর্তী নির্দেশ  না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে দুপুরে যুবলীগের সম্মেলন হওয়ার কথা ছিলো। সম্মেলনকে ঘিরে দু’গ্রুপের মধ্যে উত্তেজনার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সোয়া ১০টার মধ্যে গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার মোড়, কালীপুর মোড়, বালুয়াপাড়া মোড়, খেলার মাঠ মোড় ককটেল বিস্ফোরণ ঘটায় যুবলীগের একাংশের নেতা-কর্মীরা। এসময় তারা ইউএনও মর্জিনা আক্তারের বাসার পেছনে পেট্রোলবোমা বিস্ফোরণ করে।

এরআগে বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা যুবলীগের কাউন্সিলের মঞ্চে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক বলেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দীন গ্রুপের একটি পক্ষ ভোটে পরাজিত হওয়ার ভয়ে সম্মেলন বানচাল করতেই এ নাটক সাজিয়েছে। বোমা হামলা চালিয়ে ১৪৪ ধারা জারি করিয়েছে। অথচ এ বিষয়ে আমরা কিছুই জানি না।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আজাদ লিটন বলেন, সম্মেলনে পরাজিত হওয়ার ভয়ে একটি সন্ত্রাসী পক্ষ এসব ঘটনা ঘটিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ