ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

জামালপুরে উল্টো করে মানচিত্র প্রকাশ, সচেতন মহলে ক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
জামালপুরে উল্টো করে মানচিত্র প্রকাশ, সচেতন মহলে ক্ষোভ পোস্টারে উল্টো মানচিত্র। ছবি: বাংলানিউজ

জামালপুরঃ আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা পোস্টার ও কার্ডে বাংলাদেশের মানচিত্র উল্টো করে প্রকাশ করায় ক্ষোভ বিরাজ করছে সচেতন মহলে। এ নিয়ে পুরো জামালপুর জেলা আওয়ামী লীগ পড়েছে বিব্রতকার অবস্থায়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের মানচিত্র উল্টো করে প্রচার ও বিলি করেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন।

পোস্টার ও কার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা বার্তা প্রচার ও বিলি করেন এই আওয়ামী লীগ নেতা।

এতে নৌকায় ভোটও চাওয়া হয়েছে। কিন্তু মানচিত্র উল্টো করে প্রকাশ, প্রচার ও বিলি করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধাসহ স্থানীয় সচেতন মহলে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ বলেন, এ ধরনের ভুল কোনভাবেই মেনে নেয়া যায় না। এ অপরাধ রাষ্ট্রদ্রোহিতার শামিল। এতে জামালপুর জেলা আওয়ামী লীগ বিব্রত।  

এ বিষয়ে জানার জন্য কয়েকবার ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেনের মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ