ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ভাঙা রেকর্ড বাজা‌বেন না: বিএন‌পিকে কাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
ভাঙা রেকর্ড বাজা‌বেন না: বিএন‌পিকে কাদের বিআর‌টি‌সির গাবতলী বাস টা‌র্মিনা‌লের উ‌দ্বোধন করেন ওবায়দুল কাদের-ছবি- কাশেম হারুন

ঢাকা: আসন্ন রংপুর সি‌টি কর‌পো‌রেশন (রসিক) নির্বাচন কু‌মিল্লা ও নারায়ণগ‌ঞ্জ সি‌টি নির্বাচ‌নের ম‌তো হ‌বে উ‌ল্লেখ ক‌রে বিএন‌পি‌কে উ‌দ্দেশ্য ক‌রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের ব‌লেছেন, কারচু‌পির পুর‌নো ভাঙা রেকর্ড বাজা‌বেন না।

রোববার (১৭ ডি‌সেম্বর) বেলা ১১টায় বিআর‌টি‌সির গাবতলী বাস টা‌র্মিনা‌লের উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে তি‌নি বক্তব্য রাখ‌ছি‌লেন।

ওবায়দুল কা‌দের ব‌লেন, রসিক নির্বাচন নি‌য়ে বিএন‌পি তা‌দের পুর‌নো অভ্যাস চর্চা কর‌ছে।

আ‌গের নির্বাচ‌নের ম‌তো ফলাফলের আগ পর্যন্ত তারা ঢোল বাজা‌চ্ছে, কারচু‌পি হ‌য়ে‌ছে। সব নির্বাচ‌নের আ‌গে তারা এসব ভাঙা রেকর্ড বাজায়।  

কা‌দের ব‌লেন, এটা (কারচুপির অভিযোগ) করে তারা নির্বাচনে হে‌রে যাওয়ার আগে আ‌রেকবার হারে।  

বিএন‌পির অ‌ভি‌যো‌গের কোনো বাস্তবতা নেই জানি‌য়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব‌লেন, যে রকম নির্বাচন নারায়ণগঞ্জ, কু‌মিল্লায় হ‌য়ে‌ছে একইভা‌বে রংপু‌রেও অনু‌ষ্ঠিত হ‌বে।  

অবাধ ও নি‌রপেক্ষ নির্বাচনের পরি‌বে‌শের জন্য সরকার সর্বাত্মক সহ‌যো‌গিতা দে‌বে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

বাংলা‌দেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডি‌সেম্বর ১৭, ২০১৭
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ