মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে কর্মীরা।
লিখিত বক্তব্যে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের বিরুদ্ধে ফাও খাওয়া, ছিনতাই, ল্যাপটপ চুরিসহ বিভিন্ন অভিযোগ করে উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লক্ষণ চন্দ্র।
ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বাংলানিউজকে বলেন, আমাকে বিতর্কিত ও হেয়পতিপন্ন করার জন্য উদ্দেশ্য কতিপয় পথভ্রষ্ট কর্মী অপপ্রচারে লিপ্ত হয়েছেন। অচিরেই এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে।
সাধারণ সম্পাদক ইমরান খান জানান, শারীরিক অসুস্থতার কারণে আমার কোর্স সম্পূর্ণ করতে পারিনি। এ বিষয়টি বিবেচনায় এনে আমাকে পূনঃভর্তির সুযোগ দিবেন না এই মর্মে হাইকোর্ট রুল জারি করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ছাত্রলীগ কর্মী তৌফিকুর রহমান, বাছির মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়, ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
জিপি/