সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী জেলা আওয়ামী লীগ পরিবারের অষ্টম পর্বে শনিবার (২৭ জানুয়ারি) আয়োজিত মিলন মেলায় বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। যারা জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের সাথে আছেন, বিভিন্ন সময়ে পাশে দাঁড়িয়েছেন তাদের মধ্যে ২০ জনকে সম্মানিত করা হবে।
প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। পরে প্রীতিভোজ, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সহ-সভাপতি ফজলে রাব্বি বাদশা, সাবেক ক্রীড়া সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান, জেলা যুবলীগের প্রচার সম্পাদক রকিবুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সামাউন ইসলাম, কলেজ অধ্যক্ষ মাসুদ রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসএস/এমজেএফ