ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কোন্দলে জড়ালে বিলীন হয়ে যাবেন: ড. রাজ্জাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
কোন্দলে জড়ালে বিলীন হয়ে যাবেন: ড. রাজ্জাক কর্মী সভায় বক্তব্য রাখছেন ড. আব্দুর রাজ্জাক/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কোন্দল-কলহ ও ষড়যন্ত্রে জড়ালে বিলীন হয়ে যাবেন। অতীতে যারা এসব করেছে তারা রাজনীতিতে বিলীন হয়ে গেছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।  

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের মূল ভিত্তি হলো নিবেদিত কর্মীরা।

সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে কোনো প্রকার কোন্দল-কলহে জড়ানো যাবে না। সব ভেদাভেদ ভুলে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করারও আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগের ঐক্য আগামী নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে পারে। অনৈক্যের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারলে কেউই রেহাই পাবেন না। নেতাকর্মীদের যেকোনো মূল্যে ঐক্য ধরে রেখে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।  

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডকোট মেজবাহ উদ্দিন সিরাজ, মফিদুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, সংসদ সদস্য অ্যাডভোকেট মোছলেম উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ, ডা. এম. আমান উল্লাহ, শরীফ আহমেদ, আনোয়ারুল আবেদীন খান, ফাহমী গোলন্দাজ বাবেল, ফাতেমা জহুরা রানী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মোহিত-উর রহমান শান্ত, কেএম খালিদ বাবু, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, অ্যাডভোকেট নূরুজ্জামান খোকন, শাহ শওকত ওসমান লিটন, মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ প্রমুখ।  

এ কর্মী সভাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর চাঙ্গা হয়ে ওঠেছে আ’লীগের নেতা-কর্মীরা। সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে শোডাউন নিয়ে সমাবেশে যোগ দেন দলীয় সংসদ সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ