শনিবার (৩ মার্চ) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার জামেনা রওশন আরা মহিলা কলেজ মাঠে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জরিপে প্রকাশ বিশ্বের ১৭৩ জনের মধ্যে তৃতীয় সেরা রাষ্ট্র প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষার্থীদের উপদেশ দিয়ে নুরুজ্জামান আহমেদ বলেন, শিক্ষা ব্যক্তির ঘুমন্ত সত্ত্বাকে জাগ্রত করে। সত্যের পথে থেকে সুন্দরকে ভালবাসতে হবে। তবেই জীবনের মঙ্গল প্রদীপ জ্বলে উঠবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে সমাজ গঠনে নেতৃত্ব দিয়ে সোনার বাংলা গড়তে আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফরোজা বেগম, জামেনা রওশন আরা মহিলা কলেজের অধ্যক্ষ ইশতিয়াক আহমেদ জুয়েল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
এনটি