শনিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কুতুবপুরে মজিদ মোড়ল সেতুর উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পৃথিবীর অনেক মুসলিম দেশে তেল, গ্যাসের খনি ছিল।
আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি উপজেলার কুতুবপুরে মজিদ মোড়ল সেতুর উদ্বোধন, শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকইরে জয় বাংলা সেতু, পূর্ব কাকইর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে তিনি শিবচর উপজেলার সাংস্কৃতিক সংগঠন বরহামগঞ্জ ললিতকলার দেড়যুগ পূর্তি অনুষ্ঠানে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
এনটি