বুধবার (২১ মার্চ) ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ) ও নৌ মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে উদ্দেশ্য করে নৌমন্ত্রী বলেন, পাঞ্জা লড়লে হাত ভেঙে যাবে, তারা সব সময় সহিংস আন্দোলন করে এসেছে।
দেশের সব নদীবন্দর গুলোকে আধুনিকায়ণ করা হয়েছে জানিয়ে শাজাহান খান বলেন, আগে সদরঘাটে একটি টার্মিনাল ছিলো, এখন সেটাকে দুইয়ে উন্নিত করা হয়েছে। বন্দরের শ্রমিকদের জন্য এ সরকার যতোটা করেছে, আর কেউই তা করেনি। এক সময় সদরঘাটকে কটাক্ষ করে বলা হতো, ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট! কিন্তু এখন তা অনেক পরিবর্তন করা হয়েছে। এখন উপরেও ফিটফাট ভেতরেও ফিটফাট।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত নৌ পরিবহন সচিব মো. আব্দুস সামাদ, অতিরিক্ত-সচিব ভোলানাথ দে প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
কেডি/জিপি