শনিবার (২৪ মার্চ) বেলা একটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হানিফ বলেন, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফরে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সেখানে লিখে গিয়েছিলেন- বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে।
তিনি বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আজকে আমরা সেই বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুদিন আগে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ হিসেবে পরিচিত ছিল, সেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমানে উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল হাই, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এনটি