বুধবার (১১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রী সংসদে ওই কথা বলার পর সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাবির মধুর ক্যান্টিন থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার, টিএসসি চত্বর ও স্মৃতি চিরন্তন ঘুরে আবার মধুর ক্যান্টিনে এসে শেষ হয়।
এ সময় মিছিলে ছাত্রলীগের নেতারা শ্লোগান দিতে থাকেন ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’।
মিছিলের নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ।
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কয়েকদিনের টানা আন্দোলনের প্রেক্ষিতে বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কোটা ব্যবস্থাই থাকবে না জানিয়ে বলেন, সরকারি চাকরিতে যখন কেউই কোটা চায় না, কোনো কোটারই দরকার নেই এবং কোনো কোটাই থাকবে না।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমএসি/এসকেবি/এইচএ/