ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

এ বাজেট গণমুখী ও কল্যাণমুখী বাজেট

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ৮, ২০১৮
এ বাজেট গণমুখী ও কল্যাণমুখী বাজেট

কেরানীগঞ্জ (ঢাকা): খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এ বাজেট গণমুখী ও কল্যাণমুখী বাজেট। গণমানুষের কথা মাথায় রেখেই এ বাজেট ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৮ জুন) সন্ধ্যায় কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, এ বাজেট কোনোভাবেই কাল্পনিক ও উচ্চবিলাসী নয়।

একটি কুচক্রী মহলের কাজই হচ্ছে বাজেট ঘোষণার পর সমালোচনা করা। আওয়ামী লীগ সরকারের পক্ষে এ বাজেট কার্যকর করা সম্ভব।

কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু হোসেন মস্তানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সেলিম, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আযম খান বারকু ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুন ৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ