বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে কচুয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- উপজেলার শিয়লকাঠি গ্রামের আমজাদ শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫), বয়াসিঙ্গা গ্রামের আজহার সরদারের ছেলে কামরুল হাসান সরদার (৩০), বক্তারকাঠি গ্রামের মৃত আব্দুল কাদের শিকদারের ছেলে নাহার শিকদার (৪২), সোনাকান্দর গ্রামের গাজী ফখররুদ্দিন আহমেদের ছেলে গাজী জাবদের হোসেন (৫২) এবং গজালিয়া গ্রামের মৃত রমজান আলী শেখের ছেলে মো. আলাউদ্দিন (৫০)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির বাংলানিউজকে জানান, ছাত্রলীগ নেতা ইশতিয়াকের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। হামলার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে, মঙ্গলবার (১০ জুলাই) ভোরে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে কচুয়া উপজেলার আড়িয়ামর্দন এলাকায় মুখোশধারী দুর্বৃত্তরা ইশতিয়াকের ওপর হামলা চালায়। হামলায় ইশতিয়াক গুরুত্বর আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এনটি