দেশকে অস্থিতিশীল করার জন্য কোটা সংস্কারের নামে দেশের সহজ সরল ছেলেমেয়েদের মাঠে নামিয়ে দিয়েছে। যে প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি, মুক্তিযোদ্ধাদের ওপর তাদের শ্রদ্ধা কমানোর জন্য বিএনপি-জামায়াত পায়তারা করছে।
বুধবার (১৮ জুলাই) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের আলীপুর এলাকায় আয়োজিত এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যথা সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। আমাদের বিশ্বাস, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বিএনপি সে নির্বাচনে অংশ নেবে। তবে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেটা আদালতের বিষয়।
হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আযম খান বারকু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম, আলতাফ হোসেন বিপ্লব, আই কে শাহীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এসআই