বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবসে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, ‘গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাসদ ও কর্নেল তাহের রেডিও স্টেশনে গিয়ে বঙ্গবন্ধুর খুনি কর্নেল ফারুক ও রশিদকে উপদেশ দিয়েছিল।
তিনি বলেন, ‘জামায়াত ও বিএনপি স্বাধীনতাবিরোধী। তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। খুনিদের সঙ্গে কোনো সংলাপ নেই, কোনো সংলাপ হতে পারে না। ’
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু প্রমুখ।
সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
জিপি