শনিবার (১৫ সেপ্টেম্বর) সৈয়দপুর বিমানবন্দরে উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি সৈয়দপুরের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উর্দুভাষীদের পুনর্বাসন ও নাগরিকত্ব দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌরসভার মেয়র আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান এবং সৈয়দপুর যুবলীগ নেতা দিলনেওয়াজ খান।
উর্দুভাষীদের পক্ষে জাহাঙ্গীর কবির নানককে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করেন উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি সৈয়দপুরের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মাজিদ ইকবাল ও সাংগঠনিক সম্পাদক জাবেদ আলী খান। এসময় সৈয়দপুর ২২টি ক্যাম্পে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে নানক সৈয়দপুরের বেশ কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন। পরে মরহুম নাসিম খানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
জিপি