বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাথরঘাটা হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাথরঘাটা কলেজকে উদ্দেশ্য করে নাসিমা ফেরদৌসী বলেন, হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজ যখন সরকারিকরণের ঘোষণা দেওয়া হয়, তখন আপনারা আন্দোলন, জ্বালাও পোড়াও ও হরতাল করেছিলেন।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির, কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন সোহরাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, সাবেক সভাপতি বেলায়েত হোসেন, অধ্যক্ষ স্বপন কুমার পাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এনটি