বুধবার (৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘জয় বাংলা’ উৎসব উদ্বোধনের সময় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার আগে মাদারীপুরে এসে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখেছেন।
মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে দেশে প্রথমবারের মতো উদযাপিত জয় বাংলা উৎসবে জেলার কয়েক হাজার মানুষ অংশ নেন। এ অনুষ্ঠানের মাধ্যমে সবার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠবে বলে আশা আয়োজক অ্যাডভোকেট ওবাইদুর রহমান খানের।
অনুষ্ঠান শেষে আসাদুজ্জামান নূর জানান, বঙ্গবন্ধুকে হত্যার পরে জয় বাংলা স্লোগান মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এমনকি মুক্তিযুদ্ধের চেতনাও মুছে ফেলার চেষ্টা করেছিল একটি মহল।
এদিকে, দেশের সব জেলায় জয় বাংলা উৎসব আয়োজন করা হবে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সরকারি নাজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল হক মিয়া, জয় বাংলা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
এসআই