রোববার (১৪ অক্টোবর) বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি জাতিসংঘে মহাসচিবের নামে যে চিঠির কথা বলেছিল তা ছিল ভুয়া।
তিনি আরো বলেন, ইতোমধ্যে পদ্মাসেতুর ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। একমাত্র প্রধানমন্ত্রীর সাহসিকতায় এ কাজ সম্ভব হয়েছে।
সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সঞ্চালনায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, নৌমন্ত্রী শাজাহান খান প্রমুখ।
এরঅাগে, দুপুর পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের টোলপ্লাজার কাছে এক সুধী সমাবেশে সেতুমন্ত্রী বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ আমাদের অনেক স্বপ্নের, অনেক প্রত্যাশার পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের চলমান কাজের শুভ উদ্বোধন। পদ্মা সেতুতে রেল সংযোগের উদ্বোধন, মাওয়ায় ১৩০০ মিটার নদী শাসন সম্পন্ন কাজের উদ্বোধন। নির্মাণাধীন ঢাকা-ভাংগা ৫৫ কিলোমটার ৬ লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ের ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে এটি। আশা করি আগামী বছরের শুরু দিকে এই প্রকল্পটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তখন মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এনটি