ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শেখ হাসিনা দেশের উন্নয়নে বদ্ধপরিকর: ডেপুটি স্পিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
শেখ হাসিনা দেশের উন্নয়নে বদ্ধপরিকর: ডেপুটি স্পিকার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে বদ্ধপরিকর। দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

বুধবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া অ্যাকাডেমি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই দেশের মানুষকে সচেতন থাকতে হবে।  

এ সময় তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
  
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম টলষ্টয়, কঞ্চিপাড়া কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামানসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে ডেপুটি স্পিকার ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালী ও বোচার বাজার বুড়াইল এলাকায় দুটি কালভার্ট নির্মাণের ভিস্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ