ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগের ঠাণ্ডা কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
আ’লীগের ঠাণ্ডা কর্মসূচি ওবায়দুল কাদের/ফাইল ছবি

ঢাকা: বিরোধী জোটের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের একেবারে ঠাণ্ডা কর্মসূচি। তবে কেউ আক্রমণ করতে এলে পাল্টা আক্রমণ করা হবে।

শনিবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জেল হত্যা দিবসে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



সভার স্বাগত বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের একেবারে ঠাণ্ডা কর্মসূচি। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগ করবো। আর যদি কেউ আমাদের আক্রমণ করতে আসে আমরাও পাল্টা আক্রমণ করবো। ’

‘আমরা কাউকে আক্রমণ করবো না, পরিস্কার ভাবে বলতে চাই- আক্রান্ত হলে এবার কাউকে ছাড় দেওয়া হবে না। ’

কাদের বলেন, ‘আমরা প্রস্তুত, নির্বাচনের জন্যও প্রস্তুত আর আন্দোলনের নামে সহিংসতা হলে, নাশকতা হলে আমরা দাঁত ভাঙা জবাব দেবো। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব আমরা দেবো। ’

‘১০ বছরে যারা ১০ মিনিটও রাস্তায় থাকতে পারেনি তারা আবার আন্দোলন করবে!’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনের নামে সহিংসতা করবেন, নাশকতা করবেন, ২০১৪ সালের মতো- মনে রাখবেন এটা ২০১৪ সাল নয়; এটা ২০১৮ সাল। ’

ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপের মধ্যে বিএনপি কর্মসূচি কেন দিলো। এটা আমাদের প্রশ্ন। ’ 

তিনি বলেন, ‘আন্দোলন না নাশকতা। আন্দোলন না সহিংসতা। যদি সংলাপের নামে- সংলাপ আর সহিংসতা এক সঙ্গে চলতে পারে না। ’

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ