বুধবার (৭ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফার সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১১টা থেকে শুরু হয় এ সংলাপ।
দ্বিতীয় দফা সংলাপে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারের আদলে ১০ উপদেষ্টা নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেয় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
এর আগে গত ১ নভেম্বর রাতে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রথম সংলাপে অংশ নেয় আওয়ামী লীগ। পরবর্তীতে ঐক্যফ্রন্টের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার আবারও বৈঠকে বসেছে দলটি।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
টিএম/এমএ