ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় চায় বিশ্ব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় চায় বিশ্ব

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শুধু দেশের মানুষই নয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায় উন্নয়নে বিস্মিত বিশ্ব নেতারাও।  

শনিবার  (২৪ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের হযরত খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (র.) মাজার জিয়ারত শেষে দলীয় নেতাদের নিয়ে দরবারের বর্তমান পীর হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন মন্ত্রী।  

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আমরা দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছি।

গত ১০ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। সেজন্য সারা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা করছে। বিশ্ব নেতারাও শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায়। ওমরাহ পালনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি আরবের বাদশা বলেছেন, আমরা চাই আপনারা ক্ষমতায় আবারও ফিরে আসেন।  

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশ জঙ্গিমুক্ত হয়েছে। বিদ্যুৎসহ অন্যান্য সমস্যার সমাধান হয়েছে। পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। গ্রামের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের পরিচালক মোহাম্মদ ইউসুফ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারী সেখ, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবীব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, সাবেক ছাত্র নেতা রাশেদ ইউসফ জুয়েল, মাসুদ রানা তালুকদার, এনায়েতপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজগার মাস্টার, ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, রাশেদুল ইসলাম সিরাজ, হাজী সুলতান মাহমুদ, প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ