বুধবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
দলীয় শোডাউন নিয়ে মনোনয়ন দাখিল করা যাবে না, নির্বাচন কমিশনের এমন বিধি থাকলেও নেতা-কর্মীদের নিয়েই এসেছেন, এটা আচরণবিধির মধ্যে পড়ে কিনা? এমন প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন, নির্বাচনের মূল উৎস আমার জনগণ, তারা আসবেন।
তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য কোনো পরিবেশ নষ্ট হয়নি। আশা করি, সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। ২০১৪ সালে আমি প্রস্তুত ছিলাম কিন্তু আমার আসনের প্রার্থী শেষ দিনে প্রত্যাহার করায় বিনা ভোটে নির্বাচিত হই। এবার একটা প্রতিদ্বন্দ্বিতা হবে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
ইএআর/এমজেএফ