বুধবার (২৮ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার এসএম অজিয়র রহমানের কাছে বরিশাল-১ ও বরিশাল -৫ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিটি মেয়র আরো বলেন, নির্বাচনে আওয়ামী লীগের সব নেতাকর্মী দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এদিকে, মনোনয়ন দাখিল শেষে বরিশাল সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, আমি হাইব্রিড না, অন্যদল থেকেও আসিনি। ৬ দফা আন্দোলন করেছি। বঙ্গবন্ধুর ডাকে সেনাবাহিনীতে গিয়েছি। বড় গলায় বলতে পারি, আমি অসৎ নই, দুর্নীতিবাজ নই।
তিনি বলেন, গেল সিটি নির্বাচনে আমার নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে যেভাবে নৌকার বিজয় ছিনিয়ে এনেছে। জাতীয় নির্বাচনেও এখানকার মানুষ নৌকার বিজয় ভোট দিয়ে নিশ্চিত করবে।
কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের মনোনয়ন প্রদানকালে বরিশাল সিটি করপোরশেনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল-১ আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমএস/এনটি