ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর আন্তরিক চেষ্টায় সব দল নির্বাচনে এসেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
প্রধানমন্ত্রীর আন্তরিক চেষ্টায় সব দল নির্বাচনে এসেছে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ। ছবি-বাংলানিউজ

কুষ্টিয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক চেষ্টায় দেশের সব দল নির্বাচনে অংশ নিচ্ছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে মানুষ এখন উৎসব-উদ্দীপনার মধ্যে রয়েছে। দেশের জনগণ উৎসবমূখর পরিবেশে সংসদ নির্বাচন দেখতে চায়। 

ক্ষমতাসীন দল হিসেবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা করেছেন, সব দলকে নিয়ে বৈঠক ও সংলাপ করেছেন এবং সব দল যেন নির্বাচনে অংশ নিতে পারে সেই উদ্যোগ নিয়েছেন। সেজন্যই দেশের সব দল নির্বাচনে অংশ নিচ্ছে।



এ রকম উৎসবমুখর পরিবেশে জনগণ আগামী নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, যোগ করেন হানিফ।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসলাম হোসেনের কাছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, তারেক জিয়া একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। এ ধরনের দণ্ডপ্রাপ্ত ক্রিমিনালের বক্তব্য বাংলাদেশে প্রচার হওয়া বা শোনা এবং কথার জবাব দেওয়াটারও কোনো যৌক্তিকতা নেই।  

এসময় জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ