শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দলীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শামসুর রহমান বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঈশ্বরদীতে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) চালু করেছিলো।
তিনি বলেন, ‘যে রূপপুর আজ বিশ্ব দরবারে পরিচিত, সেখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি— এই পাকশী তথা ঈশ্বরদীতে একটি বেকার মানুষ থাকবে না। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের জন্য মমতা ও বুক ভরা ভালোবাসা রয়েছে। তাই ৩০ ডিসেম্বরের নির্বাচনে পাকশীর সব স্তরের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও দেখিয়ে দেবেন তারা বঙ্গবন্ধুর কন্যাকে কতটা ভালোবাসেন। ’
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হবিবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, পাকশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেজবুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ হাসান, কলেজ ছাত্রলীগের সভাপতি শিমুল হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
জিপি