ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শালিখায় আ’লীগ অফিসে বোমা হামলায় মামলা, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
শালিখায় আ’লীগ অফিসে বোমা হামলায় মামলা, আটক ৫ আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর ও বোমা হামলা

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর ও বোমা হামলার ঘটনায় ৪৯ বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তির নামে মামলা করা হয়েছে। বিএনপি সাধারণ সম্পাদক মিল্টন মুন্সিসহ পাঁচ নেতাকর্মী আটক।

বুধবার (১৯ ডিসেম্বর) স্থানীয় শতখালী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) ও আওয়ামী লীগ নেতা মাহাতাব হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম মামলার বিষয়টি বাংলানিউজকে করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মাগুরা-২ আসনে সীমাখালী বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর ও একাধিক বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা মাহাতাব হেসেন বাদী হয়ে ৪৯ জন বিএনপি নেতাকর্মী ও অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তির নামে মামলা দায়ের করেছেন।  

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে শালিখা থানা বিএনপির সাধারণ সম্পাদক মিল্টন মুন্সিসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ