শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপান চত্বরে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাদের হাতে দেশ নিরাপদ নয়। পয়সার জন্য তারা যা কিছু করতে পারে।
সিরাজগঞ্জ সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সেলিনা বেগম স্বপ্না এমপি, নাট্যাভিনেতা আজিজুল হাকিম, বিএমএর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. শরফুদ্দিন আহম্মেদ, ডা. আসগর আলী মোড়ল, একাত্তর টিভির যুগ্ন বার্তা সম্পাদক বিপ্লব পাল, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, বিএমএ সভাপতি ডা. জহুরুল হক রাজা।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এনটি