সোমবার (২৪ ডিসেম্বর) ফেনীর দাগণভূঞাঁয় আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোট মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভায় একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে দায়িত্ব পালনে জেলায় জেলায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী।
জনসভায় আগতদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উন্নয়ন যে করে তাকেই ভোট দেবেন।
বিএনপির সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তারা শুধু কথা বলতে পারে, কাজ করতে পারে না। তারা বাঙালি জাতিকে কলা দেখিয়েছে, মুলা ঝুলিয়েছে, হাইকোর্ট দেখিয়েছে; কিন্তু দেশের উন্নতির জন্য কিছু করতে পারেনি। আওয়ামী লীগ সরকার বিগত ১০ বছরে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। সামনে নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেবে।
মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, দাগনভূঞাঁ ও সোনাগাজীর উন্নয়নতে ত্বরান্বিত করতে হলে লাঙল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে সুসংহত করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ম্যাজেশিয়ান’ উল্লেখ করে তিনি বলেন, ৩০ ডিসেম্বর হাসিনা ম্যাজিকের জয় হবে। আবার ক্ষমতায় আসবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি। দেশের জনগণ বঙ্গবন্ধুকন্যাকে বিপুল ভোটে জয়ী করবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আক্রাম হোসেন হুমায়ুন, যুক্তরাস্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখারুল ইসলাম, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞাঁ উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসএইচডি/এমজেএফ