মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে স্বামীর জন্য নৌকা মার্কায় ভোট চান তিনি।
এর আগে ২২ ডিসেম্বর ঢাকা থেকে মাশরাফির সঙ্গে দুই সন্তানকে নিয়ে নড়াইলে যান সুমি।
তার সঙ্গে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন সুমির বোনরাও। সুমির দুই বোন স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। সুমিসহ তারাও তাদের নিজ বাড়ি লোহাগড়ার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত অবধি মাশরাফির জন্য ভোট চেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
মাশরাফির শ্বশুরবাড়ির লোকজনের উদ্দেশে সুমনা হক সুমি বলেন, আমি আপনাদের মেয়ে, আপনাদের সন্তান। তাই আপনাদের মেয়ে জামাই মাশরাফি বিন মর্তুজাকে বিজয়ী করতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।
‘আমি আশা করি, বিপুল ভোটের ব্যবধানে আপনাদের জামাইকে জয়ী করবেন। এটাই আপনাদের কাছে মেয়ে হিসেবে আমার চাওয়া। ’
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ওএইচ/এমএ