রোববার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ওই উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমাজের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুর জামান, লক্ষীপাশা মহিলা কলেজের অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম, শিক্ষক নেতা হাসানুজ্জামান, কল্পনা খাতুন, রেজাউল ইসলাম প্রমুখ।
লোহাগড়াবাসীর জামাই (মাশরাফি) মন্ত্রী হলে শুধু নড়াইল নয় গোটা দেশ উপকৃত হবে। দেশকে এগিয়ে নিতে তার মতো ভালো এবং সৎ মানুষের প্রয়োজন বলে মনে করেন বক্তরা।
বক্তরা মাশরাফিকে মন্ত্রীত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এসআরএস