বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইলের মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করেন।
** উন্নয়নযাত্রা বেগবান রাখতে জনগণ আ’লীগকে ভোট দিয়েছে
ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদের পুষ্টি নিশ্চিত করতে ভেজালমুক্ত, নিরাপদ খাদ্যের জন্য কাজ কারার প্রতিশ্রুতি দিয়ে কৃষিমন্ত্রী বলেন, এবারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী গ্রামীণ বাংলাদেশের গ্রামে শহরের সুবিধা দেওয়া হবে।
আব্দুর রাজ্জাক বলেন, আমি ১৬ কোটি মানুষের কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী হিসেবে দেশের সবার জন্য আমার দায়িত্ব কর্তব্য রয়েছে। সবার জন্য কাজ করতে হবে। কে কোন দলের, মতের তা আমার কাছে বিবেচ্য নয়। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার অঙ্গীকার বাস্তবায়ন করতে চাই। সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে চাই।
মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক খন্দকার শফিউদ্দিন মনির সভাপতিত্বে অনুষ্ঠিত আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য তানভীর হাসান, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।
মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, কালিহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম লেবু, গোপালপুর পৌরসভার মেয়র রফিকুল হক ছানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
জিপি