ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: হানিফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: হানিফ স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ

ঢাকা: বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।  

হানিফ বলেন, নিজেদের সময়ের খারাপ কাজের জন্যই ২০০৮ সালে মাত্র ২৯টি আসন পেয়েছিলো বিএনপি।

সবাই ভেবেছিলো সেখান থেকে ভুলের শিক্ষা নিয়ে বিএনপি ভালো কাজ করে জনগণের মন জয় করবে। কিন্তু সন্ত্রাসী চেতনার বাইরে তাদের কোনো কর্মকাণ্ড নেই। বিএনপি সবসময় নিজের স্বার্থেই আন্দোলন করেছে। দেশের স্বার্থে জনগণের স্বার্থে কখনো কোনো কথা বলেনি।

তিনি বলেন, বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে। এ কারণে প্রার্থীদের কর্মী-সমর্থকরা নির্বাচনের দিন মাঠে নামেনি। অন্যদিকে আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করেছে। তাই জনগণ রায় দিয়েছে—উন্নয়নের পক্ষে, জনগণের পক্ষে।

নির্বাচনে ভরাডুবির কারণ বিশ্লেষণ করে শিক্ষা নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান মাহবুবুল আলম হানিফ।  

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, শেখ হাসিনা জনগণের প্রধানমন্ত্রী। কয়েক দফায় এমপি নির্বাচিত হওয়ার সুবাদে আমি খুব কাছ থেকে তাকে কাজ করতে দেখেছি। তিনি সবসময় জনগণের জন্য জনগণের স্বার্থে এবং দেশের উন্নয়নে কাজ করে গেছেন।

স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান সেলিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন।  

সভায় প্রধান আলোচক হিসেবে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির বক্তব্য রাখার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ