বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে বেদে, দলিত ও হরিজন সম্প্রদায়ের লোকজনদের মধ্যে ল্যাপটপ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এসময় জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম বাংলানিউজকে বলেন, মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া শেষে সমাজের অবহেলিত বেদে, দলিত ও হরিজনদ সম্প্রদায়ের লোকজনদের মধ্যে ল্যাপটপ, সেলাই মেশিন বিতরণ ও অর্থ সহায়তার চেক তোলে দেওয়া হয়।
এরআগে স্থানীয় সমাজসেবা কার্যালয় থেকে সুবিধাভোগীদের কর্মসংস্থান গড়ে দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তাদের পাঁচটি ল্যাপটপ, ১০ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও ৩৩ জনের প্রত্যেককের হাতে তোলে দেওয়া হয় ৫০ হাজার টাকার চেক।
এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দিনা, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আলাল উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
জিপি