সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো পর উপস্থিত সংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন শান্ত ও সুন্দর পরিবেশ বিদ্যমান।
তিনি আরও বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা নেবে। আমাদের দলের সাধারণ সম্পাদক তাদের আহ্বান জানিয়েছেন। তাদের যদি কোনো কথা থাকে সে কথাও তাদের বলার জন্য বলা হয়েছে।
এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেল ৩টায় মন্ত্রী কোটালীপাড়া বার্পাডে এলজিইডি কর্তৃক বাস্তবায়িত কোটালীপাড়া উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেব অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এনটি