শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে সাত দিনব্যাপী তৃতীয় অক্ষয়কুমার মৈত্রেয় নাটোৎসব-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মেয়র লিটন বলেন, সাংস্কৃতিক ও নাট্যচর্চার গ্রুপের সদস্যরা নানা সীমাবদ্ধতার মধ্যদিয়ে চর্চা অব্যহত রেখেছে।
রাসিক মেয়র বলেন, সাংস্কৃতিক চর্চায় আমার সহযোগিতা বিগত সময়েও ছিল। আগামীতেও অব্যহত থাকবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সংগীতজ্ঞ পন্ডিত অমরেশ রায় চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডাশেনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ, ভারতের গোবরডাঙ্গা নক্সা’র নির্দেশক ও সভাপতি আশিস দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ।
স্বাগত বক্তব্য দেন রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার।
অনুষ্ঠানে গবেষক ও প্রাবন্ধিক অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজাকে অক্ষয়কুমার মৈত্র সম্মাননা নেন মেয়র ও অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করেন উদ্বোধক ও মেয়রসহ অন্যান্য অতিথিরা। এ সময় বর্ণাঢ্য নৃত্য পরিবেশিত হয়।
আগামী ৭ মার্চ এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাতদিনের এ উৎসবে বাংলাদেশ ও ভারতের বিখ্যাত সাতটি নাটক মঞ্চস্থ হবে।
বাংলাদেশ সময়: ২৫০৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এসএস/ওএইচ/