রোববার (২ মার্চ) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপির পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রীর এ দোয়া কামনার কথা জানানো হয়।
এতে আরও বলা হয়, ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
বার্তায় বলা হয়, ওবায়দুল কাদেরের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন । আমরা আশা করি, দেশবাসীর দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অচিরেই আরোগ্য লাভ করে দেশবাসীর সেবায় নিয়োজিত হবেন।
রোববার ফজরের নামাজের পর হঠাৎ শ্বাসপ্রশ্বাসে সমস্যা হলে ওবায়দুল কাদেরকে দ্রুত বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে নেওয়া হলেও পরে তাকে সিসিইউতে রাখা হয়।
তাকে দেখতে হাসপাতালটিতে গেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, মন্ত্রিসভার সদস্যসহ অনেক নেতাকর্মী এবং বিএনপিসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।
কাদেরের চিকিৎসায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে একজন বিশেষজ্ঞ, একজন সাধারণ চিকিৎসক ও দু’জন নার্সসহ চারজনের একটি দল বিএসএমএমইউ হাসপাতালে এসেছেন।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এইচএ/
** প্রধানমন্ত্রীর নির্দেশও মানছেন না দলের নেতা-কর্মীরা