বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টায় নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন ১৫টি কোচ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, শুধুমাত্র সড়ক পথে জনগণের যাতায়াত ব্যবস্থার সমাধান করা যাবে না, তাই অতিদ্রুত রেল বহরে উল্লেখিত কোচ, ইঞ্জিন ও ওয়াগন যুক্ত করে রেলকে যুগোপযোগী করা হবে।
তিনি বলেন, খুব শিগগিরই বঙ্গবন্ধু সেতুতে ডবল লাইনের রেলওয়ে ব্রিজ, চিলাহাটি-হলদিবাড়ি, পঞ্চগড়-শিলিগুড়ি, আখাউড়া-আগরতলাসহ বিভিন্ন এলাকায় নতুন নতুন রেলপথ নির্মাণ কাজ শুরু হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) খন্দকার শহিদুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক জয়দুল ইসলাম, পার্বতীপুর লোকোমোটিভ কারখানা সিএক্স মুহাম্মদ কুদরত-ই-খুদা, মন্ত্রীর এপিএস রাশেদ প্রধানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০৪৯
জিপি